পৃথিবীতে মুসলিমদের সংখ্যা নেহাত কম নয়। তবুও আমরা ইসলামের সঠিক নির্দেশনা অনুযায়ী সত্যিকার মুসলিম হতে পারছি না। সত্যিকার মুসলিম প্রজন্ম ও সমাজ তৈরিতে প্রয়োজন ইসলামি জ্ঞান ও আমলের সমন্বয় করা। ইসলাম আমাদের কী বলে, কী কী নির্দেশনা দেয় সেটা আমরা যতদিন জানতে পারব না ততদিন আমাদের মুক্তি নেই। মুসলিম হিসেবে আমরা যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি, তা থেকেও একমাত্র মুক্তির পথ হচ্ছে ইসলামি জ্ঞানশাস্ত্রের সাথে পরিচিত হওয়া এবং সে জ্ঞান অনুযায়ী ব্যক্তিগত ও সামাজিক লাইফ পরিচালনা করা।
আন-নুজুম একাডেমি মুসলিম সমাজের সকল মানুষের জন্য রাখছে দ্বীনী-ইলম অর্জনের নানা ব্যবস্থা। বয়স্ক মুসলিম ভাই-বোনদের জন্য যেমন উদ্যোগ রয়েছে তেমনই রয়েছে কিশোর-বাচ্চা ও তরুণ প্রজন্মের জন্য নানামুখী আধুনিক উদ্যোগ। আলিম ও স্কলার গড়তেও রয়েছে দীর্ঘমেয়াদি ব্যবস্থা। প্রচলিত মাদরাসা কিংবা স্কুলের সাথে সমন্বয় করেও থাকছে ইসলামি জ্ঞানশাস্ত্রের প্রয়োজনীয় পাঠ।
আমরা শিক্ষাগত ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর মেথডগুলো ফলো করার চেষ্টা করি। আমরা সর্বাধিক আন্তরিকতা নিয়ে মুসলিম ভাই-বোনদের উপকার করার চেষ্টা করছি। আল্লাহ তায়ালাই একমাত্র তাউফিকদাতা।
মুসলিম ভাই-বোনদের জন্য শরিয়াহর জ্ঞান অর্জন ও চর্চামূলক একাডেমি
An Nuzum Academy © 2024 | Developed By tukiDevs.