পরিচিতি

আমাদের পরিচিতি

পৃথিবীতে মুসলিমদের সংখ্যা নেহাত কম নয়। তবুও আমরা ইসলামের সঠিক নির্দেশনা অনুযায়ী সত্যিকার মুসলিম হতে পারছি না। সত্যিকার মুসলিম প্রজন্ম ও সমাজ তৈরিতে প্রয়োজন ইসলামি জ্ঞান ও আমলের সমন্বয় করা। ইসলাম আমাদের কী বলে, কী কী নির্দেশনা দেয় সেটা আমরা যতদিন জানতে পারব না ততদিন আমাদের মুক্তি নেই। মুসলিম হিসেবে আমরা যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি, তা থেকেও একমাত্র মুক্তির পথ হচ্ছে ইসলামি জ্ঞানশাস্ত্রের সাথে পরিচিত হওয়া এবং সে জ্ঞান অনুযায়ী ব্যক্তিগত ও সামাজিক লাইফ পরিচালনা করা।

আন-নুজুম একাডেমি মুসলিম সমাজের সকল মানুষের জন্য রাখছে দ্বীনী-ইলম অর্জনের নানা ব্যবস্থা। বয়স্ক মুসলিম ভাই-বোনদের জন্য যেমন উদ্যোগ রয়েছে তেমনই রয়েছে কিশোর-বাচ্চা ও তরুণ প্রজন্মের জন্য নানামুখী আধুনিক উদ্যোগ। আলিম ও স্কলার গড়তেও রয়েছে দীর্ঘমেয়াদি ব্যবস্থা। প্রচলিত মাদরাসা কিংবা স্কুলের সাথে সমন্বয় করেও থাকছে ইসলামি জ্ঞানশাস্ত্রের প্রয়োজনীয় পাঠ।

আমরা শিক্ষাগত ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর মেথডগুলো ফলো করার চেষ্টা করি। আমরা সর্বাধিক আন্তরিকতা নিয়ে মুসলিম ভাই-বোনদের উপকার করার চেষ্টা করছি। আল্লাহ তায়ালাই একমাত্র তাউফিকদাতা। 

আমাদের কোর্সসমূহ —

আমাদের পরিচিতি

আমাদের উদ্দেশ্য

কুরআন ও সুন্নাহর জ্ঞান সবার জন্য সহজ করা

ফরজে আইন বা প্রয়োজনীয় ধর্মীয় বিষয়গুলো সম্পর্কে সচেতন করা

নতুন প্রজন্মকে ইসলামি শরিয়াহর জ্ঞান-জগতে দক্ষ করে তোলা

উলুমে শারইয়্যার অর্থাৎ ইসলামি জ্ঞানশাস্ত্রের আধুনিক ও কার্যকর শিক্ষাপ্রদান

শিক্ষার্থীদের মূল্যায়ন

মোহাম্মদ এনামুল হোসাইন
মোহাম্মদ এনামুল হোসাইনশিক্ষার্থী : আরবিভাষা শিক্ষাকোর্স
একাডেমির উস্তাদদের ব্যাপারে বিশেষভাবে কিছু না বললে অন্যায় হবে। এতটা আন্তরিকতা, উদারতা আর ধৈর্যের সাথে উনারা দারস নিয়েছেন যেটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দারসের সময় ছাড়াও যেকোন সমস্যায় যে কোন সময় উনাদের সাহায্য পেয়েছি। পড়া বুঝতে না পারলেও বারবার প্রশ্ন করেছি, তবুও উনারা তাতে এতটুকু বিরক্ত হননি। বারবার পড়িয়েছেন, বারবার বুঝিয়েছেন। এটা অবশ্যই আমাদের মত জেনারেল স্টুডেন্টদের জন্য স্পেশাল ছিল। দারসে থাকতে না পারার কারনে এমনও হয়েছে উস্তাদ আমাকে একা একা দারস করিয়েছেন তাও প্রায় ২ ঘন্টা (যেখানে মূল দারস থাকে ১ ঘন্টার)। এরপরও আন-নুজুম একাডেমি নিয়ে আর কিছু বলার থাকে বলে অন্তত আমি মনে করি না।
Md. Ashrafuddowla
Md. Ashrafuddowla শিক্ষার্থী : আরবিভাষা শিক্ষাকোর্স
Teachers are very sincere & supportive. They are really concerned about the students and helpful. More people should be enrolled.
মারুফ বিল্লাহ
মারুফ বিল্লাহশিক্ষার্থী : আরবিভাষা শিক্ষাকোর্স
আলহামদুলিল্লাহ, তৃতীয় ব্যাচের ছাত্র হিসেবে একাডেমিকে চিনি। উস্তাযদের আগ্রহ ও প্রচেষ্টা আমাদের অবাক করে। এই ফেতনাময় পরিবেশে যারা নিজেদের জীবনকে দ্বীনের আলোয় আলোকিত করতে চান; দ্বীনের জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের জীবনকে সাজাতে চান তাদের জন্য এই একাডেমি একটি আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছে। জেনারেল শিক্ষিত ভাইদের জন্য এটা একটা মোক্ষম সুযোগ মনে করি।
মো ইমতিয়াজ
মো ইমতিয়াজশিক্ষার্থী : আরবিভাষা শিক্ষাকোর্স
একাডেমির প্রস্তুতি বেশ গোছানো, শিক্ষকরা বেশ আন্তরিক এবং জটিল বিষয় সহজবোধ্য করে বোঝানোর ক্ষেত্রে পারদর্শী।
তাসমিউল আজম
তাসমিউল আজমশিক্ষার্থী : আরবিভাষা শিক্ষাকোর্স
জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে যারা দ্বীনে ফিরে,তাদের মধ্যে ইলম অর্জনের একটা অন্যরকম আগ্রহ তৈরি হয়। কিন্তু সেরকম সুযোগ হয়ে উঠে না। এ বয়সে এসে প্রাতিষ্ঠানিকভাবে মাদ্রাসায় পড়ালেখার সুযোগ হয়ে উঠেনা। যার ফলে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও ইলম অর্জনের পথে অগ্রসর হতে পারে না। এরকম ইলম পিপাসু'দের জন্য অনলাইনে অনেক সুন্দর সুযোগ করে দিয়েছে আন নুজুম একাডেমি। যার ফলে ইলম অর্জনে ইচ্ছুক কেউ ইচ্ছে করলেই অভিজ্ঞ উস্তাযদের তত্ত্বাবধানে দ্বীনি ইলম অর্জনের সুযোগ পেয়ে যাচ্ছে। উস্তাযরা অনেক আন্তরিক এবং আগ্রহ নিয়ে পড়ান। তাদের আগ্রহ দেখে নিজের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যায়। আমারা যারা প্রাতিষ্ঠানিকভাবে মাদরাসায় পড়ার সুযোগ পাইনি, আমাদের ইলম পিপাসা মিটাতে উত্তম বিকল্প হতে পারে আন নুজুম একাডেমি।
ইশরাত জাহান
ইশরাত জাহানশিক্ষার্থী : কুরআন তাজউইদ কোর্স
আমার দেখা একটি সুন্দর একাডেমি; যেখানে অনেক যত্ন সহকারে পড়ানো হয়, অনেক কিছু শেখা যায়। পড়ানোর পদ্ধতি সহজ, সাবলীল। উস্তাযাহও অনেক আন্তরিক। আলহামদুলিল্লাহ আমি একাডেমির মাধ্যমে অনেক উপকৃত হয়েছি।
মারুফা ইয়াসমিন
মারুফা ইয়াসমিনশিক্ষার্থী : কুরআন তাজউইদ কোর্স
আলহামদুলিল্লাহ, আমি একেবারে শুরু থেকে কুর'আন শুরু করেছিলাম। আমাদের লেভেল-১ শেষ হয়ে লেভেল-২ ও শেষের পথে। আল্লাহর অশেষ রহমত ও আমাদের উস্তাযাহর অধিক প্রচেষ্টায় শুধু আমি নই, আমার মত আরো অনেকেই একেবারে ZERO থেকে শুরু করে এখন কুরআন পড়তে পারি। আপনারা এতো ভালো কাজ করছেন, আল্লাহ সুবহানাল্লাহু তা'আলা আপনাদের উত্তম প্রতিদিন দিবেন, ইন শাহ আল্লাহ।
সামিহা আনজুম
সামিহা আনজুমশিক্ষার্থী : কুরআন তাজউইদ কোর্স
আলহামদুলিল্লাহ, অনেক দিনের ইচ্ছা খুব দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের একাডেমি। আমার পরিচিত কেউ যদি শিখতে আগ্রহী থাকে ইনশাআল্লাহ, সবাইকে আপনাদের একাডেমি সাজেস্ট করবো।
আল মাহমুদ আজিজি
আল মাহমুদ আজিজিশিক্ষার্থী : আরবিভাষা শিক্ষাকোর্স
এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছি আরবীতে নিজেকে দক্ষ করার জন্য। মাদরাসাছাত্র হওয়ার পরও আরবিতে খুব দুর্বল ছিলাম। আন-নুজুমে পড়ে এখন একাডেমিক, নন-একাডেমিক উভয় ক্ষেত্রেই উপকৃত হচ্ছি। আলহামদুলিল্লাহ, আরবিভাষায় উন্নতি করছি এবং অনেকটা করেছি সেটা এখন আমার সামনেই দৃশ্যমান। উস্তাযদের পড়ানোর ধরন, ব্যবহার, আন্তরিকতা ভালো বলেই এতোদিন টিকে থাকতে পেরেছি। আমার আরবিতে দক্ষতা অর্জনের কাঙ্ক্ষিত সেই দিন পর্যন্ত আন-নুজুম আমাকে সহযোগিতা করবে এই প্রত্যাশা রাখি।
Morshada akter mim
Morshada akter mimশিক্ষার্থী : কুরআন সহিহকরণ কোর্স
This is very helpful. I am extremely happy , to be a student of your academy. Our ustazah is very friendly and this online courses are super helpful , personally I am improving my Quran reading skill . May Allah bless us . Please pray for me , so that I can learn Quran very fluently. Thank you, Assalamualaikum.